বার কাউন্সিল আদেশ ও বিধিমালার সহজবোধ্য বর্ণনা

0


আইনপেশাজীবীদের জন্য প্রণীত আইনের প্রেক্ষাপট:
ভারতীয় উপমহাদেশে আইনজীবীদের নিয়ন্ত্রণের জন্য প্রথম আইন প্রণীত হয় ১৮৭৯ সালে  "The Legal Practitioners Act 1879" (Act no 18 of 1879)

পরবর্তীতে ১৯২৬ সালে প্রণীত হয় "The Indian Bar Council Act 1926"

ভারত বিভক্তির পর ১৯৬৫ সালে প্রণীত হয় "Legal Practitioners and Bar Council Act 1965"

বাংলাদেশ স্বাধীনের পর ১৯৭২ সালে প্রণীত হয় "The Legal Practitioners and Bar Council Order 1972"

বার কাউন্সিল আদেশ ও বিধির পার্থক্য
নাম:
আদেশের নাম: The Legal Practitioners and Bar Council Order 1972
বিধির নাম: The Legal Practitioners and Bar Council Rules 1972
প্রণয়নের ক্ষমতা 
আদেশটি প্রণয়ন ও সংশোধন করতে পারে জাতীয় সংসদ
বিধি প্রণয়ন ও সংশোধন করতে পারে বার কাউন্সিল (সরকারের অনুমতি নিয়ে)
প্রকাশিত 
আদেশটি প্রকাশিত হয় ১৮ মে ১৯৭২ সালে 
বিধিটি প্রকাশিত হয় ২২ মে ১৯৭২ সালে 
অবস্থা 
মূল আইন 
মূল আইনের ব্যাখ্যা 
ধারার সংখ্যা 
অনুচ্ছেদঃ ৪৬ টি 
বিধিঃ ১০১ টি 

The Bangladesh Legal Practitioners and Bar Council Orders, 1972 এর প্রাথমিক বর্ণনা:

আইনের নাম: The Bangladesh Legal Practitioners and Bar Council                         Orders, 1972
আদেশ নং: ৪৬   (১৯৭২ সালের ৪৬ নং রাষ্ট্রপতির আদেশ)
অনুচ্ছেদ  : ৪৬ টি 
প্রকাশিত: ১৮ মে ১৯৭২  
কার্যকর: তাৎক্ষণিক 

The Bangladesh Legal Practitioners and Bar Council Orders, 1972  
এর ধারাসমূহের সংক্ষিপ্ত বর্ণনা:

অনুচ্ছেদ ১: আইনের নাম  
(The Bangladesh Legal Practitioners and Bar Council Orders, 1972)
অনুচ্ছেদ ২: 
সংজ্ঞাসমূহ
2(a) : 
অ্যাডভোকেট 
2(b) : 
বার কাউন্সিল 
2(bb) : 
বার এসোসিয়েশন 
2(e) : 
হাই কোর্ট 
2(f) : 
স্থানীয় বার এসোসিয়েশন 
2(i) : 
ট্রাইবুনাল

অনুচ্ছেদ ৩: 
"বাংলাদেশ বার কাউন্সিল" নামকরণ 
(বার কাউন্সিলের নাম হবে "বাংলাদেশ বার কাউন্সিল")

অনুচ্ছেদ ৪: 
বার কাউন্সিলের মেয়াদ হবে ৩ বছর 
(যার মেয়াদ ১লা জুলাই থেকে শুরু হবে)

অনুচ্ছেদ ৫: 
বার কাউন্সিলের গঠন 
মোট সদস্য - ১৫ জন 
১ জন - এটর্নি জেনারেল পদাধিকার বলে 
১৪ জন - নির্বাচিত (৭+৭)

অনুচ্ছেদ ৬: 
বার কাউন্সিলের বিভিন্ন পদ 

অনুচ্ছেদ ৭: 
প্রথম বার (ad-hoc council) সরকার গেজেটের মাধ্যমে গঠন করবে যা কার্যকর থাকবে ৩০ জুন ১৯৭৩ পর্যন্ত

অনুচ্ছেদ ৮: 
নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ জুলাই বা এর পূর্বে

অনুচ্ছেদ ৯: 

অনুচ্ছেদ ১০: 
বার কাউন্সিলের কার্যাবলী 

অনুচ্ছেদ ১১ (১): 
বার কাউন্সিলের বিভিন্ন কমিটি 
ক - নির্বাহী কমিটি - ৫ জন সদস্য 
      
গ - ফাইন্যান্স কমিটি - ৫ জন সদস্য 
ঘ - শিক্ষা কমিটি - ৯ জন সদস্য
      ৫ জন - বার কাউন্সিলের সদস্য  
      ২ জন - বার কাউন্সিলের সদস্য নয় এমন আইনজীবী 
      ২ জন - আইন শিক্ষক 

অনুচ্ছেদ ১১(খ) :   
আইনজীবী তালিকাভুক্তি কমিটি - ৫ জন সদস্য 
১জন- চেয়ারম্যান (আপীলেট ডিভিশন থেকে                 প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত) 
 জন - সদস্য (হাইকোর্ট ডিভিশন থেকে প্রধান 
           বিচারপতি কর্তৃক নির্ধারিত)
 জন- সদস্য (এটর্নি জেনারেল)
১ জন- সদস্য (বার কাউন্সিলের সদস্য থেকে)

অনুচ্ছেদ ২৩ : 
আইনজীবীদের জ্যেষ্ঠতা (Seniority)

অনুচ্ছেদ ২৪ :  
সার্টিফিকেট প্রদান 

অনুচ্ছেদ ২৭(১) : 
আইনজীবী হওয়ার যোগ্যতা 
(বাংলাদেশী, ২১ বছর, আইন ডিগ্রী)

অনুচ্ছেদ ২৭(৩) : 
আইনজীবী হওয়ার অযোগ্যতা
(Dismissal or Convicted)

অনুচ্ছেদ ৩২(১) : 
অসদাচরণের জন্য আইনজীবীর শাস্তি 

অনুচ্ছেদ ৩৩(১) : 
বার কাউন্সিলের ট্রাইবুনাল গঠনের ক্ষমতা 

অনুচ্ছেদ ৩৬ : 
আইনজীবীদের শাস্তির বিরুদ্ধে প্রতিকার (আপীল)

অনুচ্ছেদ ৪০ : 
বার কাউন্সিলের বিধি প্রণয়নের ক্ষমতা সরকারের অনুমতি সাপেক্ষে 

অনুচ্ছেদ ৪১ : 
টাউটের শাস্তি (যে আইনজীবী নয়) 

The Bangladesh Legal Practitioners and Bar Council Rules 1972 এর সংক্ষিপ্ত বর্ণনা:

মোট অধ্যায়: ১০ টি 
মোট বিধি: ১০১ টি 

১ম অধ্যায় - বিধি ১ - ২, - প্রারম্ভিকা
২য়  অধ্যায় - বিধি ৩ - ২৭, - নির্বাচন
৩য় অধ্যায় - বিধি ২৮ - ৪০, - সভা
৪র্থ  অধ্যায় - বিধি ৪১ - ৫১, - শাস্তিমূলক পদ্ধতি
৫ম অধ্যায় - বিধি ৫২ - ৫৭, - চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সচিব
৬ষ্ঠ  অধ্যায় - বিধি ৫৮ - ৭৩ক, - আইনজীবী তালিকাভুক্তি
৭ম অধ্যায় - বিধি ৭৪ - ৭৯, - বার কাউন্সিলের বিভিন্ন কমিটি
৮ম অধ্যায় - বিধি ৮০ - ৮৮, - বার কাউন্সিলের অর্থ
৯ম অধ্যায় - বিধি ৮৯ - ৯০, - বার কাউন্সিলের ভ্রমণ ভাতা
১০ম অধ্যায় - বিধি ৯১ - ১০১, - বিবিধ বিষিয়

Cannons of Professional Conduct and Etiquette:
আইনজীবীর গোপনীয়তা, স্বচ্ছতা এবং জবাবদাহিতা সম্পর্কে "The Bangladesh Legal Practitioners and Bar Council Rules 1972" এর "Cannons of Professional Conduct and Etiquette" নামক অংশের ৪টি অধ্যায়ে ৪২টি বিধিতে বর্ণিত আছে।
১ম অধ্যায় - অন্যান্য আইনজীবীদের সহিত আচরণ - বিধি ১-১১
২য় অধ্যায়ে - মক্কেলের সহিত আচরণ - বিধি ১-১৪
৩য় অধ্যায়ে - আদালতের প্রতি দায়িত্ব - বিধি ১-৯
৪ র্থ অধ্যায়ে - জনগণের সহিত আচরণ - বিধি ১-৮

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top