Description on Penal Code in Bangla দণ্ডবিধির বর্ণনা

0

১. খুন ও অপরাধজনক নরহত্যার পার্থক্য কি ?


খুন ও অপরাধজনক নরহত্যার পার্থক্য নিম্নে বর্ণনা করা হলো:
১. খুন ৩০০ ধারায়  - অপরাধজনক নরহত্যা ২৯৯ ধারায়

২. খুনের শাস্তি ৩০২ ধারায়  - অপরাধজনক নরহত্যার শাস্তি ৩০৪ ধারায়
৩. খুনের শাস্তি মৃত্যুদণ্ড/যাবজ্জীবন কারাদণ্ড  -  যাবজ্জীবন/১০বছর কারাদণ্ড
৩. সকল খুনই অপরাধজনক নরহত্যা কিন্তু সকল অপরাধজনক নরহত্যা খুন নয় 
৪. পূর্ব পরিকল্পনা থাকে - পূর্ব পরিকল্পনা থাকেনা 
৫. নিশ্চিত মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কৃত কাজ  - নিশ্চিত নয় 

২. কোন কোন ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুনে পরিণত হয় না ?

নিম্নলিখিত ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুনে পরিণত হয় না। যথা: 
১. গুরুতর ও আকস্মিক উত্তেজনার ফলে আত্ম নিয়ন্ত্রণ হারিয়ে হত্যা করলে 
২. আত্মরক্ষার অধিকার প্রয়োগ কালে আইন প্রদত্ত ক্ষমতা অতিক্রম করে হত্যা করলে 
৩. সরকারি কর্মচারী সদ্ব বিশ্বাসে আইন প্রদত্ত ক্ষমতা অতিক্রম করে হত্যা করলে
৪. আকস্মিক কলহে রাগান্বিত হয়ে হত্যা করলে  
৫. সাবালক ব্যক্তির ইচ্ছায় মৃত্যু ঘটালে (নাবালক ব্যক্তির ইচ্ছায় মৃত্যু ঘটালে খুন হবে)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top