অস্থায়ী নিষেধাজ্ঞা (Temporary Injunction) কাকে বলে ?

0
১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতীকার (S.R Act) আইনের ৫৩ ধারা অনুসারে, অস্থায়ী নিষেধাজ্ঞা (Temporary Injunction) হল এমন এক ধরণের নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। মামলা চলা কালীন সময়ে মামলার যে কোন অবস্থায় এই নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। এই নিষেধাজ্ঞা জারীর বিধান দেওয়ানী কার্যবিধি আইনের আদেশ ৩৯ (order 39) দ্বারা নিয়ন্ত্রিত। 
মামলা চলাকালীন সময়ে বিবাদী যাতে মামলার বিষয়বস্তুর হস্তান্তর বা কোন প্রকার পরিবর্তন বা রূপান্তর ঘটাতে না পারে অথবা অথবা অন্য কোন ভাবে মামলার বিষয়বস্তুর কোন ক্ষতি সাধন করতে না পারে, সেই জন্য মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীকে এইরুপ কাজ করা হতে বিরত থাকার জন্য সাময়িকভাবে যে আদেশ দেওয়া হয় তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলে। অস্থায়ী নিষেধাজ্ঞা একটি আপীলযোগ্য আদেশ।  
অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা বা না করার নীতি মালাঃ
১) বাদীর আপাতঃ দৃষ্টিতে একটি মামলা (Prima facie case ) আছে কিনা,আদালত তা বিবেচনা করবেন। পক্ষগণের মধ্যে গুরুত্তপুর্ন বিচার্য বিষয় থাকতে হবে।
২) মামলায় বাদীর জয় লাভের সম্ভাবনা থাকলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করবেন।
৩) বাদীর অপূরণীয় ক্ষতি (Irreparable loss) হবার সম্ভাবনা আছে কি না আদালত তা বিবেচনা করবেন।
৪) অস্থায়ী নিষেধাজ্ঞা জারীর ক্ষেত্রে আদালত বাদী ও বিবাদী উভয় পক্ষের সুবিধা অসুবিধা (Balance of convenience and inconvenience of the parties ) বিবেচনা করবেন।
৫) অস্থায়ী নিষেধাজ্ঞা পেতে হলে বাদীকে পরিষ্কার হাতে আদালতে আসতে হবে।
৬) মামলার বহুতা রোধ কল্পে (multiplicity of suit) আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করতে পারেন।
৭) বাদীর আচরণ (the conduct of applicant) আদালত বিবেচনা করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top