ক এর মৃত্যু ঘটাইবার জন্য বা অভিপ্রায়ে লাঠিদ্বারা আঘাত করিয়া তাহাকে হত্যার জন্য “খ” অভিযুক্ত হইল

0

১। এর মৃত্যু ঘটাইবার জন্য বা অভিপ্রায়ে লাঠিদ্বারা আঘাত করিয়া তাহাকে হত্যার জন্যঅভিযুক্ত হইল। এক্ষেত্রে নিম্নের কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইবে না।
) “” “কে লাঠিদ্বারা আঘাত করিয়াছে কিনা?
) “এর আঘাতেএর মৃত ঘটিয়াছে কিনা?
) “এর অভিপ্রায়েএর মৃত্যু ঘটানো হইয়া ছিল কিনা?
এর  বন্ধুকোন প্রচারনা দিয়ে ছিল কি?
২। প্রমানের দায়িত্ব কার?
) আসামীর বাদীর ) বিবাদীর ) সপক্ষে রায় প্রার্থনাকারী পক্ষে
৩। মৌখিক সাক্ষ্য দ্বারা নিম্নে কোন বিষয় প্রমান করা যাইবে না?
স্থাবর সম্পত্তির বিষয়ে ঘটনা।
) অর্থ লেনদেনের ঘটনা।
) স্থাবর সম্পত্তি হইতে বেদখলের ঘটনা
) ছিনতাই এর ঘটনা
৪। কোনটি সরকারী দলিল নহে?
) সংসদের কার্যবিবরনী।
) ট্রাইব্যুনালের কার্যবিবরনী।
) দাখিল কৃত আরজি বা জবাব।
সুপ্রীম কোট বার সমিতির কার্যবিবরনী।
৫।প্রমানের ভার-
) বাদীর উপর।
) বিবাদীর উপর।
তাহার উপর যিনি রায় কামনা করেন।
) মামলার কোন পক্ষ সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকিবে সেই পক্ষের উপর।
৬। একটি মোকদ্দমায় বাদীতাহার সাক্ষী হিসাবেএর নাম উল্লেখ করে কিন্তু সাক্ষী দেওয়ার জন্য তাকে উপস্থাপন করে নাই। এই ক্ষেত্রে আদালত অনুমান করিতে পারেন-
) “এর স্বাক্ষ্যএর পক্ষে হইত।
এর সাক্ষ্যএর বিপক্ষে হইত।
) “এর সাক্ষ্যএর জন্য অনাবশ্যক।
) “ঘটনা বিষয়ে অবহিত নহে বিধায় সাক্ষ্য প্রদানে অক্ষম।
৭। কোন স্থাবর সম্পত্তির দখলদারীর অনুমতিক্রমে উহাতে প্রবেশকারী ব্যক্তি তাহার দাতার নিম্নের কোন বিষয়ে অস্বীকার করিতে পারে না?
) মালিকানা স্বত্ব।
দখলীয় স্বত্ব।
) প্রজাস্বত্ব।
) সবগুলি।
৮। মালিকের অনুমতি নিয়েএকটি বাড়ীতে অবস্থান কালে বাড়ীর মালিকানা দাবী করে এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
) Res-Judicata Estoppel ) Weiver ) Res-Sub-juddice
৯। নিজ স্বাক্ষীকে জেরা করিতে হইলে প্রথমে কি করিতে হইবে?
) আদালতের অনুমতি লইতে হইবে
বৈরী ঘোষনা করিতে হইবে
) মিথ্যুক বা মিথ্যা স্বাক্ষী দিতেছে বলিয়াপ্রমান করিতে হইবে।
) উপরের সবগুলো
১০। আদালত কোন কোন ক্ষেত্রে কোন স্বাক্ষীকে নিজে প্রশ্ন করিতে পারেন
) কোন প্রাসঙ্গিক ঘটনা উদ্ধার করার জন্য
) কোন প্রাসঙ্গিক ঘটনার উপয্ক্তু প্রমান সংগ্রহের জন্য।
উভয়
) কোনটাই নয়।
১১। ৩০ বছরের পুরাতন দলিল সর্ম্পকে আদালত অনুমান করিতে পারেন-
) দলিলের স্বাক্ষর হস্তাক্ষর সেই ব্যক্তির যিনি দলিলটি সম্পাদন করিয়াছেন।
) দলিলটি সেই ব্যাক্তির দ্বারা সম্পাদিত যিনি সম্পাদন করিয়াছেন বলিয়া মনে হয়।
) দলিলে বর্নিত সকল বিষয় সত্য
উভয়ই
১২।কে প্রহার করিয়া হত্যার জন্যঅভিযুক্ত হইয়াছে। এই ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি প্রাসঙ্গিক তাহা হইল-
) ঘটনার স্থল পুলিশ পরিদর্শন করিয়াছে
) ঘটনার পর স্থানীয় জনগন সেখানে গিয়াছিল
) ঘটনার সময় কয়েকব্যক্তি পার্শ্বে দন্ডায়মান ছিল
) ঘটনার পূর্ব মূহুতে ঘটনাস্থলের পার্শ্বের রাস্তা দিয়া একটি বাস অতিক্রম করিয়াছিল বলে।
১৩। দলিলের ভাষা দৃশ্যও অনিদিষ্ট বা ক্রটি পূর্ন হইলে উহার অর্থ বুঝাইবার জন্য বা ক্রটি মোচনের জন্য-
) কমপক্ষে জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
) কমপক্ষে জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
) কমপক্ষে জন স্বাক্ষী উপস্থাপন করিতে হইবে।
) কোন পক্ষরা সাক্ষ্য দেওয়া যাইবেনা।
১৪। কোন দলিলকর্তৃক লিখিত স্বাক্ষ্যরিত বলিয়া দাবী করা হয়। দলিলটি প্রমান করিতে হইলে-
) সেই মূল দলিল দাখিল করাই যতেষ্ট হইবে।
) দলিলের হস্তলিপি স্বাক্ষরএর তাহা প্রমান করিতে হইবে।
) “কে সয়ং আদালতে হাজির হইতে হইবে।
) দলিলের বিষয় বস্তুর সত্যতা প্রমান করিতে হইবে।
১৫।দুইজন স্বামী স্ত্রী। স্বামীএকটি সন্ত্রাসী গ্রপের সদস্য  “সম্পর্কে তাহার স্ত্রীকে নিম্নের কোন প্রশ্নের উত্তরে দিতে বাধ্য করা যাইবে না।
কোন সন্ত্রাসী কর্মকান্ডের কথাকে জানাইয়া থাকিলে তাহা প্রকাশ করিবে
) “এর কিকি ব্যবসা
) “এর কয়টি বাড়ী আছে
) “এর সহিত তাহার বিবাহের ডকুমেন্ট আছে কিনা?
১৬। প্রমানের দায় কয় প্রকার?
প্রকার  ) প্রকার। ) প্রকার। ) প্রকার।
১৭। কোনটি চুক্তি মূলে সৃষ্টি করা যায়?
) এস্টোপল। ওয়েভার, ) রেসজুডিকেটা। ) সবগুলি।
১৮। প্রমানের দায় কোনটি?
) লিখিত মৌখিক দায়। আইনগত ঘটনাগত দায় ) আরজী জবাব দাখিলের মাধ্যমে দায়। ) উপরোক্ত সবগুলো।
১৯। জবান বন্দী বা পূনঃ জবানবন্দী কালে কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়?
) বিরুদ্ধে পক্ষে আপত্তি না করিলে। ) আদালত অনুমতিদিলে। ) প্রশ্নের বিষয় ভূমিকামূলক বা বিরোধহীন হইলে। সবগুলো।
২০। ঘটনা সম্পর্কে পরবর্তী সমর্থনের জন্য পূববর্তী সাক্ষ্য প্রমান করা যাইতে পারে ইহা কোন ধারার বিষয়?
১৫৭ ধারা। ) ১৬২ ধারা। ) ১৫৫ ধারা। ) ১৬০ ধারা।
২১। বিভাগীয় তদন্তে সাক্ষীরা জবানবন্দী কোন ধরনের দলিল?
) সরকারী। ) পাবলিক। প্রাইভেট ) উভয়ই।
২২। স্বীকারোক্তি কোন ধরনের দলিল?
সরকারী ) বেসরকারী। ) ব্যক্তিগত। ) কোন টাই নই।
২৩। কোম্পানির মেমোরেন্ডাম অব  এসোসিয়েশন কোন ধরনের দলিল ?
সরকারী  ) বেসরকারী। ) ব্যক্তিগত। ) কোনটাইনয়।
২৪। কোনটি সরকারী দলিল নয়?
) দলিল নামা। ) চার্জশীট। ) ফাইনাল রিপোর্ট। জন্ম সনদ।
২৫।মক্কেল এ্যাডভোকেটকে বললো আমি একটি জাল দলিল প্রনয়ন করে একটি জমি দখল করিতে চাই আপনি আমার পক্ষে মোকদ্দমা দায়ের করবেন। এ্যাডভোকেটউক্ত তথ্য-
) প্রকাশ করতে পারবে
প্রকাশ করতে পারবেন না
) আদালতে প্রকাশ করিতে পারবেন না
) কোন টাই নয়



২৬। সাক্ষীরা জবান বন্দী গ্রহন করা হয়।
) জেরার পর
) জেরার মধ্যে
) যে কোন সময়
প্রথমে
২৭। জেরা করিতে পারেন কোন পক্ষ?
) বাদী পক্ষ
) সাক্ষী উপস্থাপনকারী পক্ষ
)
) বিরোধী পক্ষ
২৮। জবানবন্দী বা পূনঃ জবান বন্দী গ্রহনের সময় সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে।
) বিশেষ অভিজ্ঞ বিষয়ে
) প্রাসঙ্গিক বিষয়ে।
তর্কিত বিষয়ে
) পূর্ব প্রমানিত বিষয়ে
২৯। পুলিশের নিকট ১৬১ ধারার বিবৃতি কি আদালতে সাক্ষ্য দেওয়ার সময় দেখানো যাবে।
হ্যাঁ ) অসম্ভব  ) না ) কোনটাই নয়
৩০। কোনটির উপর ভিত্তি করে মামলা করা যায়?
) এস্টোপল ) ওয়েভার ) রেসজুডিকেটা ) সবগুলি।
৩১। এস্টোপল কোন নীতির উপর ভিত্তি করে প্রতিষ্টিত
) মোকদ্দমা দায়েরের জন্য
আত্মরক্ষা হিসাবে ব্যাবহার করার জন্য
) জমি দখলে রাখার জন্য
) সবগুলো
৩২। স্টপেল শব্দের অর্থ কি?
) স্বীকৃত ) নিবৃত্তি ) স্বীকারোক্তি ) সবগুলো
৩৩। কোন দলিল সাক্ষ্য হিসাবে ব্যবহারের জন্য প্রত্যায়নের প্রয়োজন নাই?
বিরুদ্ধ পক্ষ দলিল সম্পাদন স্বীকার করলে
) গ্রহন যোগ্য দলিল
) দলিলটি প্রবেটকৃত না হলে
)সবগুলো
৩৪। যার বিরুদ্ধে দলিল প্রমান করিতে হইবে মূল দলিল তার দখলে থাকিলে করনীয় কি?
) দলিলের তালিকা দাখিল করা
) প্রাথমিক সাক্ষ্য দাখিল করা
মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা
) কোনটাই নয়।
৩৫। বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে যে বিষয়ের-
) অস্তিত্ব আছে
) অস্তিত্ব নাই
উভয়ই
) কোন টাই নয়
৩৬। স্কীকৃত কত ধারায়
) ১৭ ধারায়
) ১৮ ধারায়
১৭   ১৮ ধারায়
) কোনটাই নয়
৩৭। বিকল্প সাক্ষ্য কি?
) প্রাথমিক সাক্ষ্য
মাধ্যমিক সাক্ষ্য
) জনশ্রতি সাক্ষ্য
) উত্তম সাক্ষ্য
৩৮। প্রমানের দায়িত্ব সাধারনত কোন ধরনের মামলায় থাকে?
) দেওয়ানী মামলায়
) ফৌজদারী মামলায়
উভয় মামলায়
) কোনটাই না
৩৯। মক্কেল কর্তৃক তাহার উকিলের নিকট কোন সম্পত্তি বিক্রয়ের চুক্তি প্রশ্ন বিদ্ধ হইলে চুক্তির সত্যতা সরল বিশ্বাসের প্রমানের দায়িত্ব-
) মক্কেলের উপর
উকিলের উপর
) উভয়ের উপর
) কোনটায় নয়
৪০। পুলিশের নিকট বলিয়া ম্যাজিস্টেটের নিকট না বলিলে বাদী পক্ষে  কি করবেন-
) জবানবন্দী গ্রহন করিবেন
বৈরী ঘোষনার আবেদন করিবেন
) জেরা করিবেন
) পূনঃ জবানবন্দী গ্রহন করিবেন
৪১। কোনটি স্টপেল দ্বারা বারিত হতে পারে-
স্বীকারোক্তি। ) স্বীকৃতি। ) বিবৃতি। ) সবগুলো।
৪২। স্বীকারোক্তি স্বীকৃতির মধ্যে কোনটি সত্য?
স্বীকারোক্তি স্বীকৃতির একটি ভেদ
)  স্বীকৃতিতে স্বীকারোক্তির একটি ভেদ
) বিবৃতি স্বীকারোক্তির একটি ভেদ
) সবগুলো
৪৩। বোবা ব্যক্তির সাক্ষের মর্যদা কি?
মৌখিক সাক্ষ্য
) দালিলিক সাক্ষ্য
) ইশারা সাক্ষ্য
) সবগুলো
৪৪। ইঙ্গিতবাহী প্রশ্ন করা যথা-
) মামলা চলাকালে
জেরা কালীন
) উভয়ই
) সবগুলো
৪৫। কখন ইঙ্গিত বাহী প্রশ্ন করা যাইতে পারে
জবান বন্দীর সময়  ভূমিকা মূলক বিষয়ে
) জবানবন্দী করার সময়
) উভয় ক্ষেত্রে
) সবগুলো
৪৬। সাক্ষ্য কয় প্রকার
প্রকার। ) প্রকার। ) প্রকার। ) প্রকার
৪৭। দেওয়ানী মামলায় কোন ব্যক্তি সাক্ষ্য দিতে পারে
) মামলায় পক্ষগন
) যে কোন পক্ষের স্বাক্ষী বা স্ত্রী
উভয়ই
) কোনটাই নয়
৪৮। ফৌজদারী মামলায় আসামী সাক্ষীহতে পারে
) সাক্ষ্য আইনের ১০১ ধারায়
ফৌজদারী কার্যবিধির ৩৪০()ধারা
) উভয়ই
) কোনটাই নয়
৪৯। পূনঃ জবানবন্দী সংগা কত ধারায়?
১৩৭ ধারায়
) ১৩৮ ধারায়
) ১৩৯ ধারায়
) ১৪০ ধারায়
৫০। সাক্ষ্যের বিশ্বাস যোগ্যতা কত ধারায়?
) ১৫৫ ধারা। ) ১৫৬ ধারা। ) ১৫৭ ধারা। ) ১৫৮ ধারা


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top