Misc Case বলতে কী বুঝেন? Misc Case কত প্রকার ও কী কী? প্রত্যেকটির একটি করে উদাহরণ দিন। Misc Case এর তালিকা কোথায় দেয়া আছে? সেখানে মোট কতটি Misc Case এর কথা বলা আছে?

0
# উত্তর : যে সকল মামলা দরখাস্ত
দাখিলের মাধ্যমে দায়ের করা হয়,
সেগুলোকে Misc Case বলে।
# Misc Case ২ প্রকার:
i. Independent Misc Case.
# উদাহরণ: SAT Act এর ৯৬ ধারার অধীনে
অগ্রক্রয়ের মামলা। NAT Act এর ২৪
ধারার অধীনে অগ্রক্রয়ের মামলা।
ii. Dependant Misc Case.
# উদাহরণ: অনুপস্থিতির কারণে মামলা
এক তরফা খারিজ বা একতরফা ডিক্রি
হলে দেওয়ানি কার্যবিধির আদেশ-৯ এর
বিধি ৯ ও বিধি ১৩ এর অধীনে উক্ত
খারিজ আদেশ বা একতরফা ডিক্রি set
aside করার জন্য যে আবেদন করা হয় তা
dependant Misc Case এর উদাহরণ।
Dependant বলার কারণ এ ধরনের Misc Case
অন্য কোন মূল মামলা থেকে উদ্ভূত হয়।
একে off suit ও বলা হয়।
# Misc_case এর তালিকা CRO (Civil Rules
and Order) Volume-I এর বিধি ৭৭৪ এ দেয়া
আছে। সেখানে মোট ৪৮ টি Misc Case এর
কথা বলা আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top