লেকচার – ২ ফৌজদারী Karjha bidhi

0

২। ফৌজদারী Karjhabidhi আইনটি সবশেষ (latest) কত সালে সংশোধিত হয়?

উঃ ২০১২ সালে।

৩। ফৌজদারী Karjhabidhi আইনের ৬ ধারা মতে সুপ্রিম কোর্ট ব্যতীত / ছাড়া ফৌজদারী আদালত কত প্রকার?

উঃ ২ প্রকার। 1) ম্যাজিস্ট্রেট আদালতসমূহ 2) দায়রা (তিন প্রকার)

** রাষ্ট্রে ৩ টি বিভাগ। ১) আইন ২) বিচার, ৩) শাসন।

৪। ম্যাজিস্ট্রেট কত প্রকার?

উঃ ২ প্রকার। 1) Executive নির্বাহী, 2) Judicial ম্যাজিস্ট্রেট (৪ প্রকার)।

৫। দায়রা আদালতে কত স্তরের বিচারক থাকেন?

উঃ ৩ স্তরের। ১) দায়রাজজ,  ২) অতিঃ দায়রাজজ,  ৩) যুগ্ম দায়রাজজ।

৬। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন ধরনের দন্ড দিতে পারে?

উঃ ০৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকার জরিমানা।

৭। ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পরিমাণ শাস্তি দিতে পারে?

উঃ ০৩ বছরের কারাদণ্ড ও পাচ হাজার টাকা জরিমানা।

৮। ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি পরিমাণ শাস্তি দিতে পারে?

উঃ ০২ বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা।

৯। জরিমানা অনাদায়ে শাস্তির বিধান কত ধারায় আছে?

উঃ ৩৩ ধারায় (CR.PC)।

১০। ম্যাজিস্ট্রেট যে অপরাধের বিচার করবেন সেই অপরাধের জরিমানা অনাদায়ে উক্ত অপরাধের সবোচ্চ (Highest) কারাদণ্ডের কত অংশের বেশী সময়ের জন্য কারাদন্ডের আদেশ দিবেন না?

উঃ চার ভাগের এক অংশ।

১১। পঞ্চাশ টাকা পযন্ত জরিমানা দিলে অনাদায়ে কত মাস কারাদন্ড দেয়া যাবে?

উঃ দুই মাস (দন্ডবিধি ৬৭ ধারা)।

১২। একশো টাকা পযন্ত জরিমানা দিলে অনাদায়ে কত মাস পযন্ত কারাদন্ড দেয়া যাবে?

উঃ চার মাস।

১৩। ফৌ: কা: বি: ২৯ গ ধারায় বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট কত বছরের বেশী কারাদন্ড দিতে পারিবেন না?

উঃ সাত বছর।

১৪। ফৌ: কা: বি: ৫৪ ধারায় কতটি উপাদান আছে?

উঃ নয় টি (৯ টি)। 

১৫। ফৌজদারী Karjhabidhi’r কত ধারা মতে নারী দেহ তল্লাশী নারী দিয়ে করতে হয়?

উঃ ৫২ টি + ধারা।

১৬। ফৌজদারী Karjhabidhi’r কত ধারা মতে বিনা ওয়ারেন্টে আটককৃত ব্যক্তিকে পুলিশি হেফাজতে ২৪ ঘন্টার বেশী রাখা যাবে না?

উঃ ৬১ ধারা ( সংবিধান – আটিকেল Article ৩৩)।

১৭। ফৌজদারী Karjhabidhi মতে আদালত আসামীকে হাজির হতে বাধ্য করার জন্য কয়টি পদ্ধতি অবলম্বন করতে পারে?

উঃ ৩ টি। ১) সমন জারী,  ২) ওয়ারেন্ট জারি, ৩) সম্পত্তি ক্রোক ও হুলিয়া জারি করে।

১৮। যার বরাবরে সমন দেওয়া হয়, ফৌজদারী Karjhabidhi’r কত ধারা মতে তাকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সাবালক পুরুষ সদস্যদেরকে সমন দিতে হবে?

উঃ ৭০ ধারা।

১৯। আদালত কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য কত ধারা মতে প্রক্রিয়া গ্রহণ করতে পারেন?

উঃ ৬৮ – ৭৪ ধারা।

২০। এজাহার কত ধারায়?

উঃ ১৫৪ ধারা।

২১। দন্ডবিধির ১৮০ ধারার বিধান কি?

উঃ ফৌজদারী Karjhabidhi মতে, সংবাদদাতাকে এজাহার পড়ে শোনানোর পর তিনি এজাহার সাক্ষর (signature) বা টিপসই প্রদান করবেন। তিনি সাক্ষর (signature) দিতে অসীকার (Refuse) করলে দন্ডবিধির ১৮০ ধারামতে তিন মাস বিনাশ্রম কারাদন্ড বা পাঁচশো টাকা জরিমানা বা উভয় দন্ড হতে পারে।

২২। ফৌজদারী Karjhabidhi’r কত ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারেন?

উঃ ম্যাজিস্ট্রেট আদালত ১৯০ ধারায়, এবং ১৯০ অথবা ১৯৩ ধারা।

২৩। ম্যাজিস্ট্রেট কোন অপরাধ আমলে নিতে অসীকার করলে তাহার বিরুদ্ধে প্রতিকার কি?

উঃ রিভিশন খারিজ।  ৪৩৫, ৪৩৯ (ক) (দায়রা আদালতে করলে HighCourt এ ৪৩৯ রিভিশন।

২৪। ফরিয়াদীর জবানবন্দী কত ধারায়?

উঃ ২০০ ধারায় ( ফৌ:কা:বি)।

২৫। নালিশ খারিজ কত ধারায়?

উঃ ২০৩ ধারায়।

২৬। আইনজীবীর মাধ্যমে হাজির কত ধারায়? (Lawyer’s Agent)

উঃ ম্যাজিস্ট্রেট আদালতে ২০৫ ধারা, দায়রা আদালতে ৫৪০ ধারায়। 

২৭। আমলযোগ্য মামলার তদন্ত সম্পর্কে কত ধারায় উল্লেখ আছে?

উঃ ১৫৬ ধারা, (Cognizeable Offence)।

২৮। আমল অযোগ্য মামলার তদন্ত সম্পর্কে কত ধারায় উল্লেখ আছে?

উঃ ১৫৫ (২)।

২৯। ফৌজদারী Karjhabidhi’r কোন ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ Karmakarta ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত / ছাড়া তদন্ত করতে পারেন।

উঃ ১৫৬ ধারা।

৩০। পুলিশ কতৃক (দিয়ে / দারা) সাক্ষী তলব কত ধারায়?

উঃ ১৬০ ধারা, ১৬১ ধারা – পুলিশ লিপিবদ্ধ করবেন। ৩৬৪ ধারা – ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবেন।

৩১। আসামীর সীকারোক্তিমূলক জবানবন্দী কত ধারায়?

উঃ ১৬৪ ধারা, ১৬৭ ধারা – রিমান্ড (পুলিশ হেফাজতে নেয়া)।

৩২। আসামীর সীকারোক্তিমূলক জবানবন্দী কত ধারা মতে লিপি করতে হবে?

উঃ ৩৬৪ ধারা।

৩৩। দোষ সীকারোক্তি কি?

উঃ  যখন কোন আসামি নিজের অপরাধ সীকার করে নিজেকে জড়াইয়া বিবৃতি দেয় তাকে দোষ সীকারোক্তি বলে। (Evidence Act – ২৪  থেকে ৩৩)।

৩৪। দোষ সীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার জন্য আসামীকে ধীরে সুস্থে চিন্তা করার জন্য সাধারণত কত ঘন্টা সময় দিতে হবে?

উঃ তিন ঘন্টা। 

৩৫। আসামীর পরীক্ষা কত ধারায়?

উঃ ৩৪২ ধারা। 

৩৬। তদন্ত কি?

উঃ ফৌজদারী Karjhabihi’r ৪ (ঠ) ধারা মতে, পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোন ব্যক্তি (ম্যাজিস্ট্রেট নয় / নন) কতৃক / দারা / দিয়ে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পরিচালিত সকল Karjhakramke (activity) তদন্ত বলে।

৩৭। মামলার তদন্ত কত দিনের মধ্যে শেষ করতে না পারলে আসামী জামিনে মুক্তি পেতে পারে?

উঃ ১২০ দিন।

৩৮। ম্যাজিস্ট্রেট আসামীকে একটানা কত দিনের বেশী রিমান্ডে রাখার অনুমতি দিবেন না?

উঃ ১৫ দিন।

৩৯। ফৌজদারী Karjhabidhi’r ১৬৭ ধারা মতে পুলিশ কয়টি কারণে রিমান্ডের জন্য নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করেন?

উঃ ২ টি কারণে :- 1) চব্বিশ ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারলে।

2) অভিযোগ সত্য মনে করার যথেষ্ট কারণ থাকলে।

৪০। ফৌজদারী Karjhabidhi’r কত ধারা মতে যদি সাক্ষ্য প্রমাণ অপযাপ্ত (কম) থাকে তাহলে পুলিশ আসামীকে জামিন দিতে পারে?

উঃ ১৬৯ ধারা। 

৪১। ফৌজদারী Karjhabidhi’r কত ধারা মতে মৃতু্্যদন্ডের দণ্ডনীয় কোন অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে শেষ না হয়, তবে আসামীকে দায়রা জজ জামিনে মুক্তি দিতে পারে?

উঃ ১৬৭ (৫) (খ)।

৪২। ফৌজদারী Karjhabidhi’r কত ধারা মতে মৃতু্্যদন্ডে বা যাবজ্জীবন বা দশ বছরের বেশী দণ্ডনীয় নয় এই সব অপরাধের ক্ষেত্রে তদন্ত ১২০ দিনের মধ্যে সম্পন্ন না হলে, আসামীকে ম্যাজিস্ট্রেট জামিনে মুক্তি দিতে পারে?

উঃ ১৬৭ (৫) (ক)। 

৪৩। কেস ডায়েরী (CD) কত ধারায় এবং কেস ডায়েরীতে কি কি বিষয় উল্লেখ থাকে?

উঃ ১৭২ ধারা। 1) সংশ্লিষ্ট থানায় অপরাধের সংবাদ কখন পৌছেছে। 2) কোন সময় তদন্তকারীর KarmaKarta তদন্তকাজ শুরু করে এবং শেষ করেছেন। 3) ঘটনাস্থল পরিদর্শন, 4) ঘটনার বিবরণ, 5) তল্লাশী, 6) আলামত উদ্ধার এবং কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, 7) কি কি তথ্য সংগ্রহ করেছেন, 8) ১৬১ ধারায় সাক্ষীদের প্রদত্ত জবানবন্দি।

৪৪। পুলিশ রিপোর্ট কত ধারায়?

উঃ ১৭৩ ধারায়।

৪৫। পুলিশ রিপোর্ট কত প্রকার?

উঃ দুই প্রকার। ১) চাজশিট (Charge Sheet), 2) ফাইনাল রিপোর্ট।

৪৬। ফাইনাল রিপোর্ট কত প্রকার?

উঃ পাচ প্রকার। ১) চূডান্ত রিপোর্ট সত্য, ২) চূডান্ত রিপোর্ট মিথ্যা, ৩) চূডান্ত রিপোর্ট তথ্যগত ভুল, ৪) চূডান্ত রিপোর্ট আইনীগত ভুল, ৫) চূডান্ত রিপোর্ট আমল অযোগ্য।

৪৭। নারাজি পিটিশনকে আর কি নামে অভিহিত করা হয়?

উঃ Fresh Complaint।

৪৮। নারাজি পিটিশন না মঞ্জুরের বিরুদ্ধে কি প্রতিকার আছে?

উঃ রিভিশন, ৪৩৫, ৪৩৬, ৪৩৯ (ক)।

৪৯। সুরতহাল রিপোর্ট কি?

উঃ ১৭৪ ধারা মতে, কোন ব্যক্তি মারা গেলে পুলিশ মৃতের দেহ তদন্ত করে যে রিপোর্ট তৈরী করেন তাকে সুরতহাল রিপোর্ট বলে।

৫০। Charge গঠন সম্পর্কে কত ধারায় উল্লেখ আছে?

উঃ ২২১ থেকে ২৪০ ধারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top