জেনে নিন বার কাউন্সিল সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য-

0

জেনে নিন বার কাউন্সিল সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য-বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা কত জন?-১৪ জন

বার কাউন্সিল সংঞ্জায়িত হয়েছেন কোথায়?
-বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার ১৯৭২ এর ২(বি) অনুচ্ছেদে।
এডভোকেট /উকিল এর সংজ্ঞা বার কাউন্সিলের কোথায় দেওয়া আছে?
-বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার ২(এ) অনুচ্ছেদে।
বাংলাদেশ বার কাউন্সিল আদেশ কত সালের আইন?-১৯৭২
কার নির্দেশে বা আদেশে বাংলাদেশ বার কাউন্সিল প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল?
-রাষ্ট্রপতির আদেশে নং- ৪৬
কোন আইনের ভিত্তিতে বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়েছে?
- বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২
বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২ এ মোট কয়টি অনুচ্ছেদ আছে?-৪৬টি
বাংলাদেশ বার কাউন্সিল আদেশ, ১৯৭২ এ মোট কতটি বিধি আছে?-১০১টি
আইনের প্রকৃতি বিচারে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ কিরূপ আইন?-স্পেশাল বা বিশেষ আইন
বাংলাদেশ বার কাউন্সিল বলতে সাধারণত কি বুঝায়?
-আইনজীবীদের জন্য সংবিধিবদ্ধ সংস্থা, যা আইনজীবীদের জন্যঅভিবাবক হিসাবে কাজ করে
বাংলাদেশ বার কাউন্সিল কোন ধরনের সংস্থা?-সংবিধিবদ্ধ সংস্থা
বাংলাদেশ বার কাউন্সিল কে নিয়ন্ত্রণ করে?-বাংলাদেশ সরকার
বর্তমানে এনরোলমেন্ট কমিটির মোট সদস্য সংখ্যা কত ?
-৫ জন ১১(এ) অনুচ্ছেদ অনুসারে।
বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়েছে অত্র আদেশেরে কোন বিধান অনুসারে?
-৫, ৬ ও ১১ অনুচ্ছেদ অনুসারে।
বাংলাদেশ বার কাউন্সিল থেকে প্রকাশিত ল র্জানালের নাম কি?
-BLD- Bangladesh Legal Decision.
বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলীর কথা কোথায় বলা আছে?- ১০ নং অনুচ্ছেদে।
বাংলাদেশ বার কাউন্সিল দোষী এডভোকেটের জন্য শাস্তির বিধান রেখেছেন কত অনুচ্ছেদে?-৩২(১) অনুচ্ছেদে।
বাংলাদেশ বার কাউন্সিলে কয়টি কমিটি এবং কয়টি সাব-কমিটি আছে?
-বাংলাদেশ বার কাউন্সিলে মোট ৪টি কমিটি এবং ৬টি সাব-কমিটি আছে
আইনজীবীদের অসদাচরন নিয়ন্ত্রন করার জন্য Canons of Professional Conduct and Etiquette এ কয়টি চ্যাপ্টার আছে?
-মোট ৪টি চ্যাপ্টার আছে-
Conduct with regard to the other Advocate
Conduct with regard to the Client
Conduct with regard to the Court
Conduct with regard to the Public এবং এতে মোট 42 টি Canons আছে।
একজন এডভোকেট নিযুক্তি লাভের জন্য কোন বিজ্ঞাপন দিতে পারবেন না কোথায় বলা আছে?
-Canons of Professional Conduct and Etiquette এর চ্যাপ্টার ১ এর ২ নং বিধিতে।
একজন নবীন এডভোকেট সিনিয়ার এডভোকেটকে সম্মান করবেন কোথায় বলা আছে?
-Canons of Professional Conduct and Etiquette এর ১ এর ১০ নং বিধিতে।
বার কাউন্সিল নিজ উদ্দ্যেগে বা তরফ হতে দোষী এডভোকেটের বিরুদ্ধে বিচার নিস্পত্তি জন্য অভিযোগ ট্রাইব্রন্যালে প্রেরণ করতে পারেন কোন বিধান অনুসারে?
-৪ অধ্যায়ের ৫০ নং বিধি অনুসারে। mutates and mutants.
একজন এডভোকেট অন্যান্যদের সাথে ফি ভাগাভাগি করতে পারবেন না কোথায় বলা আছে?
-Canons of Professional Conduct and Etiquette এর চ্যপ্টার - ১ এর ৮ নং বিধিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top