আইনজীবী ও মোয়াক্কেলঃ কিছু কার্য্যকরী পরামর্শ মোয়াক্কেলদের উদ্দেশ্যে কিছু পরামর্শ

0


মোয়াক্কেলরা ক্ষতিগ্রস্ত হয়ে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা নিয়ে আদালত প্রাঙ্গনে আসেন। তাদের সমস্যার সমাধানের জন্য বা ন্যায়বিচার প্রাপ্তির উদ্দেশ্যে সামর্থ্য অনুযায়ী আইনজীবী নিয়োগ করেন।

কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অসচেতনতার দরুণ আদালত প্রাঙ্গনে এসে ন্যায়বিচার পাওয়া তো দুরে থাক
মোয়াক্কেলগণ আরো বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।কিছু পরামর্শ মনে রাখলে মোয়াক্কেলগণ আদালত প্রাঙ্গনে এসে হয়রাণীর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন

১।   আইনগত সমস্যায় পড়লে অধয্য হয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রাখুন।পরিচিত ভালো আইনজীবীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করুন। 

২।     আইনজীবী নিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। যাকে তাকে আপনার আইনজীবী হিসেবে নিয়োগ দিবেন না।টাকা একটু বেশি লাগলেও ভাল আইনজীবীকে নিয়োগ দিন

৩।  যাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিবেন সম্ভব হলে তিনি সংশ্লিষ্ট বার এসোসিয়েশনের সদস্য কিনা সে সম্পর্কে খোজ খবর নিতে পারেন।এক্ষেত্রে সংশ্লিষ্ট বার এসোসিয়েশনের ওয়েবসাইটে গিয়ে আইনজীবীর নাম বা সদস্য নম্বর দিয়ে সার্চ দিলেই আইনজীবীর সকল তথ্য পেয়ে যাবেন

৪।      মনে রাখবেন ভাল এবং সৎ আইনজীবী কখনো গ্যারান্টি দিয়ে কাজ করেন না। কারণ মামলার ফলাফল অনেক কিছুর উপরই নির্ভর করে।এজন্য আগে থেকেই মামলার হার জিত সম্পর্কে একজন আইনজীবী নিশ্চয়তা দিতে পারেন না।জামিন অযোগ্য মামলার জামিন মঞ্জুর করা বা না করা আদালতের সেচ্ছাধীন ক্ষমতা।  সব বিষয়ে কোন আইনজীবীর কাছে গ্যারান্টি বা নিশ্চয়তা চাইবেন না। বা যদি কোন আইনজীবী দৃঢ়তার সহিত নিশ্চয়তা দেন তাহলে বুঝবেন  আইনজীবীর সততা নিয়ে প্রশ্ন আছে।বা তিনি আপনার কাজটি অবৈধ উপায়ে করে দিতে চান। একজন আইনজীবী কেবলমাত্র আপনার মামলায় জেতার জন্য আপ্রাণ চেষ্টা করতে পারে। হাড্ডা হাড্ডি লড়াই করতে পারে। কিন্তু আপনার জেতা বা না জেতা শুধু মাত্র আইনজীবীর আপ্রাণ চেষ্টার উপরেই নির্ভর করে না। এর সাথে আরো অনেক কিছুই নির্ভর করে। এজন্য কোন আইনজীবীর কাছে  মামলা জেতার নিশ্চয়তা চাইবেন না। 

৫।      কোন আইনজীবী হেরে গেলেই এটা মনে করবেন না যে  আইনজীবী খারাপ। আপনি শুধু দেখবেন আপনার আইনজীবী আপনার মামলায় জেতার জন্য আন্তরিকতার সাথে চেষ্টা করেছে কিনা

৬।      মামলার ফি নিয়ে আগেভাগেই আইনজীবীর সাথে পরিষ্কার ভাবে আলোচনা করে নিবেন।আইনজীবীর প্রাপ্য ফি যথা সময়ে পরিশোধ করে দিবেন। অনেক সময় দেখা যায় মামলার ধার্য়্য তারিখে আইনজীবী পদক্ষেপ নিলেও মোয়াক্কেল আইনজীবীর ফি না দিয়ে কৌশলে চলে যান। এটা খুব খারাপ অভ্যাস। কারণ আপনি আইনজীবীর ফি পরিশোধ না করলে আইনজীবীও চতুরতার আশ্রয় নিয়ে আপনার মামলায় সমস্যার সৃষ্টি করতে পারেন বা আইনজীবী কৌশলে আরো বেশি অর্থ  আপনার কাছ থেকে আদায় করে নিতে পারেন

৭।       ঘন ঘন আইনজীবী পরিবর্তন করবেন না। এটা আপনার মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বিলম্ব ঘটার একটা কারণ

৮।      কোন আইনজীবী আপনার সাথে খারাপ আচরণ করলে বা পেশাগত অসদাচরন করলে সংশ্লিষ্ট বারে অভিযোগ করতে পারেন

৯।     মামলার ধার্য্য তারিখে উপস্থিত থাকার চেষ্টা করবেন। কারণ আপনি উপস্থিত না থাকলে আপনাকে গ্রেফতারের হাত থেকে বাঁচানোর জন্য বা আপনার মামলাকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য আপনার আইনজীবীকে অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়।যেটা কারও কাম্য নয়। তাছাড়া মামলার ধার্য্য তারিখে উপস্থিত থেকে নিশ্চিত হবেন যে আপনার আইনজীবী আপনার মামলায় কোন পদক্ষেপ নিচ্ছেন কিনা।সম্ভব হলে আদালতের কার্য্য তালিকা দেখে নিজেই পরবর্তী ধার্য্য তারিখ কবে তা নিশ্চিত হয়ে নিবেন

১০।      নিয়মিত মামলার অগ্রগতি সম্পর্কে আপনার আইনজীবীর নিকট থেকে খোজ খবর নিবেন

১১।     অপরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করবেন না বা মিথ্যা স্বাক্ষ্য দিতে আদালতে হাজির হবেন না। এটা শাস্তিযোগ্য অপরাধ।আপনার আইনজীবীকে কোন মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা মামলা দায়ের করানো হতে বিরত থাকুন

১২        মামলা না করে যথাসম্ভব চেষ্টা করবেন আদালতের বাহিরে আপোষ মীমাংসা করার। এতে উভয় পক্ষের লাভ হবে

১৩।     ঘুষ দিয়ে জামিন করানো বা মামলার রায় নিজের পক্ষে আনার চিন্তা ভুল করেও মাথায় আনবেন না। কারণ এটা শাস্তিযোগ্য অপরাধ

১৪।    আপনার আইনজীবীকে সম্মান করবেন। তাঁর সাথে সু সম্পর্ক বজায় রাখবেন।মনে রাখবেন আপনার আইনজীবী আপনার এমন একজন বন্ধু যে আপনার জন্য লড়ে। আপনার সমস্যার সমাধান করার জন্য রাতের ঘুম হারাম করে। আপনার সমস্যা তাঁর নিজের কাধে নিয়ে আপনাকে সমস্যা মুক্ত করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। তাই আপনার আইনজীবীর সাথে ভাল আচরন করুন।  আপনার সমস্যাগুলি আপনার আইনজীবীকে ভাল করে বুঝিয়ে বলুন। শুধুমাত্র আলোচনার খাতিরে আলোচনা করার জন্য আইনজীবীল সময় নষ্ট করবেন না। কোন আইনজীবীর নিকট হতে কোন পরামর্শ নিলে তাঁকে সাধ্যমত সম্মানী দেওয়ার চেষ্টা করুন

১৫।       সর্বোপরি আইন জানুন এবং আইন মেনে চলুন



আইনজীবীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ

ন্যায়বিচার প্রতিষ্টা করে সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে আইনজীবীদের ভুমিকা অনস্বীকার্য্য। একজন আইনজীবী তাঁর যুক্তির শাণিত ধার দিয়ে ন্যায়বিচার প্রতিষ্টা করে থাকেন। মামলায় মোয়াক্কেলকে জেতানো কোন আইনজীবীর কাজ নয়। একজন আইনজীবীর প্রধান কাজ হলো তাঁর মোয়াক্কেলকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া।মোয়াক্কেলগণ অনেক প্রত্যাশা নিয়ে ন্যাবিচার পাওয়ার আকাঙ্খা নিয়ে আইনজীবীর দ্বারে ছুটে আসেন।তাই মামলার দায়িত্ব কাধে নেওয়ার পর একজন আইনজীবীর উচিত আপ্রাণ চেষ্টার মাধ্যমে তাঁর মোয়াক্কেলকে ন্যায়বিচার পাইয়ে দেওয়া। আইনজীবীদের জন্য কিছু পরামর্শ নীচে তুলে ধরা হলোঃ

১।    প্রথমেই মনে রাখবেন আপনার মোয়াক্কেলকে জেতানো আপনার কাজ নয়। বরং আপনার মোয়াক্কেলকে ন্যায়বিচার পাইয়ে দেওয়াই আপনার কাজ

২।       আপনার মোয়াক্কেল সমস্যায় পতিত হয়ে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার নিকট ছুটে আসেন।আপনি তাঁর একজন বিশ্বস্ত আশ্রয়স্থল। খেয়াল রাখবেন আপনার কাছে এসে তাঁর সমস্যা যেন আরো বেড়ে না যায়। আপনার মোয়াক্কেল একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি হিসেবে আপনার কাছে আসে। এজন্য আপনার মোয়াক্কেল অনেক অপ্রয়োজনীয় কথা বলতে পারেন। আপনাকে উত্যক্ত করতে পারেন। অনেক সময় গরম মেজাজে কথাও বলতে পারেন। আপনি মাথা ঠান্ডা রাখুন। মিষ্টি করে হেসে কথা বলুন। তার সমস্যা গুলি মনোযোগ দিয়ে শুনুন। তার সমস্যা সমাধানে পরামর্শ দিন। বিরক্ত হবেন না। রাগ করবেন না। মনে রাখবেন আপনাকে বিজ্ঞ বলা হয় আপনার মোয়াক্কেল কে নয়। তাই এরুপ পরিস্থিতে বিজ্ঞতার পরিচয় দিন

৩।      কোন একটি বিষয় আপনার জানা নাও থাকতে পারে। কোন একটি বিষয় জানা না থাকলে সে বিষয়ে আপনার মোয়াক্কেল কে পরামর্শ দেওয়া থেকে বিরত থাকুন। বেশি বেশি আইন চর্চা করুন

৪।       মিথ্যা আশ্বাস দিয়ে কোন মামলা ধরে রাখার চেষ্টা করবেন না। মামলার সম্ভাব্য প্রতিকার সম্পর্কে আগেভাগেই মোয়াক্কেলকে জানিয়ে দিন। মোয়াক্কেলকে সৎ পরামর্শ দিন। মোয়াক্কেলের পরামর্শে মিথ্যা মামলা দায়ের করবেন না। মনে রাখবেন আপনার এবং আপনার পরিবারের রিজিকের দায়িত্ব আপনার নয়। রিজিকের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত রয়েছে। তাই রিজিক নিয়ে চিন্তা করবেন না

৫।        মামলার ফি নির্ধারণের ক্ষেত্রে আপনার মোয়াক্কেলের আর্থিক অবস্থাটা বিবেচনায় রাখুন

৬।      মনে রাখবেন অবৈধভাবে এক টাকা উপার্জন করলে অন্য দিক থেকে আপনার দশ টাকা চলে যাবে। তাই অবৈধভাবে আয় করা হতে বিরত থাকুন। 

৭।      মামলার পিছনে না ছুটে নিজেকে প্রস্তুত করার ক্ষেত্রে মনোযোগ দিন। কারণ নিজেকে প্রস্তুত করতে পারলে আপনাকে আর মামলার পিছনে ছুটতে হবেনা। বরং মামলায় আপনার পিছন পিছন ছুটবে

৮।      আপনার মোয়াক্কেল উপস্থিত না থাকলেও ধার্য়্য তারিখে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। কারণ এটা আপনার  দায়িত্ব

৯।       আপনার মোয়াক্কেল কে বাঁচাতে বা আপনার মোয়াক্কেলের মামলার স্বার্থে মিথ্যার আশ্রয় নিয়ে নিজের ক্ষতি করবেন না

১০।     আইনজীবী হিসেবে আপনার ব্যক্তিত্ববোধ বাড়ানোর চেষ্টা করুন। আপনার ব্যক্তিত্ববোধ নষ্ট হতে দিবেন না

১১।      নিজেকে সাফল্যের চুড়ায় নিয়ে যেতে বেশি বেশি পড়াশুনা করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top