দণ্ডবিধি ১৮৬০

0


🚩 দণ্ডবিধি ১৮৬০ সালের ৪৫ নং আইন।
🚩 দণ্ডবিধি একটি মূলআইন বা substantive law.সুতরাং এই আইনে অপরাধ সংগঠনের বিভিন্ন উপাদান, শাস্তির পরিমান ইত্যাদি উল্লেখ করা হলেও সেগুলো বিচারের পদ্ধতি দেওয়া হয় নি।দণ্ডবিধির অধীন কোন অপরাধ সংগঠিত হলে তার বিচার হবে ফৌর্যদারী কার্যবিধি,১৮৯৮ অনুযায়ী।
🚩 ১৮৩৪ সালের প্রথম আইন কমিশনের চ্যেয়ারম্যান থমাস ব্যবিংটন ম্যাকলে পেনাল কোড এর খসরা তৈরী করেন।
🚩 দণ্ডবিধি কার্যকর হয় ১লা জানুয়ারি ১৮৬২ সালে।
🚩 দণ্ডবিধিতে মোট অধ্যায় আছে ২৩ টি।মূল দণ্ডবিধিতে ধারা ছিল ৪৮৮ টি।বর্তমানে দণ্ডবিধিতে ৫১১ টি ধারা আছে।
🚩 দণ্ডবিধি সর্বশেষ সংশোধন হয় ২০০৪ সালে।
🚩 দণ্ডবিধি অনুযায়ী সর্বনিম্ন সাজা ২৪ ঘন্টা কারাদণ্ড,১০ টাকা অর্থ দণ্ড বা উভয়।
🚩 দণ্ডবিধির মোট ১০ টি ধারাতে মৃত্যুদন্ডের কথা উল্লেখ আছে। এই ১০ টি ধারা হলো- ১২১,১৩২,১৯৪,৩০২,৩০৩,৩০৫,৩০৭,৩২৬ক,৩৬৪ক,৩৯৬।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top