তামাদি আইন, ১৯০৮(Short Study)

0
১। তামাদি আইন কত সালের আইন ?
উত্তর- ১৯০৮ সালের
২। তামাদি আইন কত নম্বর আইন ?
উত্তর- ১৯০৮ সালের ৯ নং আইন।
৩। তামাদি আইন কখন বলবৎ হয় ?
উত্তর- ১৯০৯ সালের ১লা জানুয়ারী।
৪। মেয়াদ উর্ত্তীণ হবার পর দায়েরকৃত মোকদ্দমা খারিজ হয় কোন ধারা মতে ?
উত্তর- ৩ ধারা মতে।
৫। বৈধ অক্ষমতা তামাদি আইনের কত ধারায় আছে ?
উত্তর- ৬ ধারায়।
৬। এখতিয়ার বিহীন আদালতে মামলার মুনানীকাল
তামাদি গননা হতে বাদ দেয়ার জন্য বিধান রয়েছে তামাদি আইনের কত ধারায় ?
উত্তর- ১৪ ধারায়।
৭। প্রতারণা মেয়াদ উর্ত্তীণ হওয়াকে বন্ধ বা স্থগিত রাখে কোন ধারা বলে ? অথবা তামাদির মেয়াদ উর্ত্তীণর দিন আদালত বন্ধ থাকলে আদালত পুনরায় খোলার তারিখ মামলা আপীল দরখাস্ত দাখিল করা যাবে কোন বিধান বলে?
উত্তর- তামাদি আইনের ১৮ ধারা বলে ।
৮। তামাদি মার্জনার দরখাস্ত করা হয় ?
উত্তর- আপীল ও অন্যান্য দরখাস্ত দায়েরের
ক্ষেত্রে।
৯। একবার তামাদির মেয়াদ অতিবাহিত হতে আরম্ভ
হলে পরবর্তী কোন অক্ষমতার দ্বারা তা বন্ধ হবে না- কোন ধারা মতে ?
উত্তর- তামাদি আইনের ৯ ধারা মতে।
১০। আইনানুগ কার্যধারায় যে পরিমান সময়
তামাদি গননা হতে বাদ দিতে হবে কোন
ধারার বিধান
মতে ?
উত্তর- তামাদি আইনের ১২ ধারা মতে।
১১। নকল সংগ্রহের জন্য আবশ্যকীয় সময়
তামাদি গননার মধ্যে গন্য নয় কোন
ধারামতে ?
উত্তর- তামাদি আইনের ১২ ধারা মতে
১২। কোন ধারা মতে এখতিয়ারবিহীন
আদালতে সদুদ্দেশ্য মূলক কার্যধারায় যে
সময়
গননা হতে বাদ দিতে হবে ?
উত্তর- ১৪ ধারা মতে।
১৩। তামাদির বিরুদ্ধে প্রতারনার অজুহাত
উত্থাপন করা যায়
কোন ধারা মতে ?
উত্তর- তামাদি আইনের ১৮ ধারা মতে।
১৪। স্বীকার পত্র এর বিধান তামাদি
আইনের কত
ধারায় ?
উত্তর- ১৯ ধারায়- স্বীকার পত্র লিখিত ও
স্বাক্ষরিত
হবে।এবং স্বীকার পত্র মেয়াদ উর্ত্তীণ
হবার
পূর্বে হবে।
১৫। উত্তরদায় সংক্রান্ত ঞ্ঝণ পরিশোধের
অথবা সুদ
প্রদানের ফলাফল সম্পর্কে কোন ধরায়
আলোচনা করা হয়েছে ?
উত্তর- তামাদি আইনের ২০ ধারায়।এবং
ঞ্ঝণ পরিশোধ
করতে হবে তামাদি কাল অতিক্রান্ত হবার
পূর্বে।
১৬। সুখাধিকার অর্জন র্সংক্রান্ত বিধান
তামাদি আইনের
কোথায় আছে ?
উত্তর- তামাদি আইনের ২৬ ধারায়।
১৭। আলো বাতাস প্রবেশ ও ব্যবহার
চলাচলের পথ
জলস্রোত, পানির ব্যবহার বিষয়ে ইজমেন্ট
অধিকার
কোন ধারায় বর্নিত হয়েছে ?
উত্তর- তামাদি আইনের ২৬ ধারায়।
১৮। তামাদি আইনের কোন ধারার বিধান
মতে জবর
দখলকারীর মালিকানা সৃষ্টি হয় ?অথবা
প্রকৃত মালিকের
সম্পত্তির অধিকার বিলুপ্ত হয় কোন ধারা
মতে ?
উত্তর- ২৮ ধারার বিধান মতে।
১৯। আপীলের ক্ষেত্রে কখন বিলম্ব
মার্জনার
সুবিধা পাওয়া যাবে না ?
উত্তর- আপীলটি যদি বিশেষ ক্ষমতা আইনে
হয়।
২০। তামাদি আইনের ২ অনুচ্ছেদ মতে
ক্ষতিপূরনের
মামলা দায়েরে তামাদি কাল কত ?
উত্তর- ৯০ দিন।
২১। স্থাবর সম্পত্তির দখল পূনরুদ্ধারের
তামাদি কাল কত
ও কত অনুচ্ছেদে বলা আছে ?
উত্তর- ৬ মাস। এবং তামাদি আইনের ৩
নং অনুচ্ছেদে বলা আছে।
২২। মানহানির দরুন ক্ষতিপূরনের
মোকদ্দমার
তামাদি কাল কত ?
উত্তর- ১ বছর।
২৩। অর্থের মাধ্যমে পরিশোধ কর্জ দেয়া
অর্থ
আদায়ের জন্য মোকদ্দমার তামাদি কাল
কত এবং কত
অনুচ্ছেদে বলা আছে ?
উত্তর- ৩ বছর।তামাদি আইনের ৫৭
অনুচ্ছেদে।
২৪। হ্যান্ড নোটের টাকা আদায়ের জন্য
মোকদ্দমার তামাদি কাল কত ?
উত্তর- ৩ বছর।
২৫। চুক্তির মাধ্যমে দেয়া কর্জের অর্থ
আদায়ের
মোকদ্দমা দায়েরের তামাদি কাল কত ?
উত্তর- ১ বছর।
২৬। দলিল রদ বা বাতিল করার তামাদি
কাল কত
এবং তামাদি আইনের কোথায় বর্নিত
হয়েছে ?
উত্তর- ৩ বছর । তামাদি আইনের ৯১
অনুচ্ছেদে।
২৭। সুর্নিদিষ্ট চুক্তি প্রবলের জন্য
মোকদ্দমার
তামাদি কাল কত এবং কত অনুচ্ছেদে বলা
আছে ?
উত্তর ১ বৎসর। এবং তামাদি আইনের ১১৩
অনুচ্ছেদে বলা আছে।
২৮। ঘোষনামূলক মোকদ্দমা ১২০ অনুচ্ছেদ
মোতাবেক হলে উহার তামাদি কাল কত ?
উত্তর- ৬ বৎসর।
২৯। স্বত্ব সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা
দায়েরর
তামাদি কাল কত এবং তামাদি আইনের
কোথায় বর্নিত
আছে ?
উত্তর- ১২ বৎসর। এবং তামাদি আইনের ১৪২
অনুচ্ছেদে বর্নিত আছে।
৩০। জবর দখলকারীর মালিকানা লাভের
জন্য
মোকদ্দমাকারীর তামাদি কাল কত এবং
কত
অনুচ্ছেদে বলা আছে ?
উত্তর- ১২ বৎসর। এবং তামাদি আইনের ১৪৪
অনুচ্ছেদে বলা আছে।
৩১। বন্ধকী স্থাবর সম্পত্তি খালাস করার
জন্য বন্ধক
গ্রহীতার বিরুদ্ধে মোকদ্দমার তামাদি
কাল কত
এবং কত অনুচ্ছেদে বলা আছে ?
উত্তর- ৬০ বছর। এবং তামাদি আইনের ১৪৮
অনুচ্ছেদে বলা আছে।
৩২। মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপীল এর
তামাদি কাল কত এবং কত অনুচ্ছেদে বলা
আছে ?
উত্তর- ৭ দিন এবং ১৫০ অনুচ্ছেদে ।
৩৩। দেওয়ানী মোকদ্দমায় জেলা জজের
আদালতে দায়েরকৃত আপীল এর তামাদি
কালকত
এবং কত অনুচ্ছেদে বর্নিত হয়েছে।
উত্তর- ৩০ দিন এবং তামাদি আইনের ১৫২
অনুচ্ছেদে বলা হয়েছে।
৩৪। ফৌজদারী মামলায় হাইকোর্ট ভিন্ন
অন্য
আদালতের আপীলের তামাদি কাল কত ?
উত্তর- ৩০ দিন।
৩৫। দায়রা জজের নিকট দায়েরকৃত
আপীলের
তামাদি কাল কত অনুচ্ছেদে বর্নিত
হয়েছে ?
উত্তর- তামাদি আইনের ১৫৪ অনুচ্ছেদে।
৩৬। হাইকোর্ট বিভাগে দায়ের যোগ্য
ফৌজদারী কার্যবিধি মোতাবেক আপীল
এর
তামাদি কাল কত এবং তামাদি কাল কত
অনুচ্ছেদে বর্নিত ?
উত্তর- ৬০ দিন। তামাদি আইনের ১৫৫
অনুচ্ছেদে।
৩৭। দেওয়ানী কার্যবিধি মোতাবেক
হাইকোর্টে আপীল দায়েরের তামাদি কাল
কত ?
উত্তর- ৯০ দিন।
৩৮। খালাসের বিরুদ্ধে আপীল দায়েরের
তামাদি কাল
কত ?
উত্তর- ৬ মাস।
৩৯।খালাসের
বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি অনুসারে
আপীল
দায়েরের তামাদি কাল অনুচ্ছেদে বলা
আছে ?
উত্তর- তামাদি আইনের ১৫৭ অনুচ্ছেদে বলা
আছে।
৪০। গর হাজিরার জন্য খারিজ হওয়া
মোকদ্দমা পূর্নবহাল
করার জন্য বাদীর দরখাস্তের তামাদি কাল
কত ?
উত্তর- ৩০ দিন।
৪১। বাদীর অনুপস্থিতির কারনে মোকদ্দমা খারিজ হলে উহা পূনরুজ্জীবিত করনের আবেদনের তামাদি কাল কত এবং কত অনুচ্ছেদে বলা আছে ?
উত্তর- ৩০ দিন এবং তামাদি আইনের ১৬৩ অনুচ্ছেদে বলা আছে।
৪২। একতরফা ডিক্রী রদের জন্য বিবাদী কতৃক
দায়েরকৃত দরখাস্তের তামাদি কাল কত এবং কত
অনুচ্ছেদে বলা হয়েছে ?
উত্তর- ৩০ দিন এবং তামাদি আইনের ১৬৪ অনুচ্ছেদে বলা হয়েছে।
৪৩। তামাদি আইনের মোট কতটি ধারা আছে এবং কতটি অনুচ্ছেদ আছে ?
উত্তর- ৩২টি ধারা এবং ১৮৩টি অনুচ্ছেদ
============
©©©™

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top