৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার ৩০টি প্রশ্ন ও উত্তর

0

১. কোড অব ক্রিমিনাল প্রসিডিওর-এর ২৪৮ ধারা অনুসারে complaint প্রত্যাহৃত হলে অভিযুক্ত ব্যক্তি-
উত্তর: গ) খালাস পাবে
২. একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে, রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপীল করতে পারে?
উত্তর: ঘ) হাইকোর্ট বিভাগে
৩. অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী নিম্নের কে রেকর্ড করতে পারে?
উত্তর: ক) মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট
৪. পেনাল কোড-এর অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, তা ক্রিমিনাল প্রসিডিওর কোডের কোথায় উল্লেখ আছে?
উত্তর: খ) ২য় তফসিল, ৮ম কলাম
৫. ক্রিমিনাল প্রসিডিওর কোড এর ১৬১ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দীতে স্বাক্ষর করবেন-
উত্তর: ক) সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা
৬. আসামি যদি আরোপিদ অর্থদণ্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিম্নের কিরূপ আদেশ দেয়া যাবে?
উত্তর: খ) অর্থদণ্ড মওকুফের আদেশ
৭. ‘ক’ এর দোকানে ‘খ’ ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০ টাকা সরিয়ে ফেলে। ‘খ’ পেনাল কোড-এর কোন ধারার অপরাধ করেছে?
উত্তর: ঘ) ৪০৮ ধারা
৮. দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নেই?
উত্তর: ঘ) বেত্রাঘাট
৯. ‘ক’ ৫,০০০ টাকা ‘খ’ কে ৭ দিনের জন্য রাখতে দেয়। ‘ক’ আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং ১৫ দিন পরে তা ‘ক’- এর নিকট ফেরত দেয়। এটি নিম্নের কোন অপরাধ?
উত্তর: গ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
১০. যাবজ্জীবন কারাদণ্ডাদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডকে সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারবে?
উত্তর: খ) ২০ বছর
১১. আত্মহত্যায় সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে, যদি আত্মহত্যাকারীর বয়স হয়-
উত্তর: ঘ) কোনটিই নয়
১২. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ খুনের সর্বনিম্ন শাস্তি কি?
উত্তর: ক) মৃত্যুদণ্ড
১৩. ‘ক’ এর বিরুদ্ধে চুরির অভিযোগ চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারী আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক?
উত্তর: গ) ‘ক’ অন্য একটি চুরি মামলায় দণ্ডিত হয়েছে।
১৪. সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষ্য?
উত্তর: গ) সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা সে নিজে দেখেছে।
১৫. সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোন পক্ষ নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
উত্তর: গ) ১৫৪ ধারা
১৬. কোন মামলা প্রমাণের জন্য কত জন সাক্ষীর সাক্ষ্যের প্রয়োজন?
উত্তর: ঘ) কোন নির্দিষ্ট সংখ্যক নয়।
১৭. ফৌজদারী মামলায় প্রসিকিউশনপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিওর কোড –এর ৩৪২ ধারা অনুসারে-
উত্তর: খ) আসামীদের পরীক্ষা করবে।
১৮. একজন মক্কেল তার নিযুক্তীয় আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে- সে একটি দলিল জাল করেছে। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
উত্তর: খ) উক্ত স্বীকারোক্তি আইনতঃ অগ্রহণযোগ্য।
১৯. একটি জেলাজজ আদালত নিম্নের কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে?
উত্তর: গ) কোন অধঃস্তন দেওয়ানী আদালতের কার্যক্রম।
২০. নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্টভাবে প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে?
উত্তর: খ) যখন কোন ট্রাস্টি কোন সংশ্লিষ্ট ট্রাস্ট্রের পরিপন্থি চুক্তি করে।
২১. সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেয়া যায়?
উত্তর: ক) ৫ প্রকার
২২. ‘ক’, ‘খ’-এর নিকট ১০ শতক ভূমি বিক্রির দলিল সম্পাদন করে। উক্ত ১০ শতকের মধ্যে ৭ শতক সাভার, ২ শতক ধামরাই এবং ১ শতক কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত। উক্ত দলিলটি রেজিস্ট্রির জন্য কোথায় উপস্থাপন করতে হবে?
উত্তর: ক) সাভার সাব-রেজিস্ট্রার অফিসে।
২৩. চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
উত্তর: ক) ১ বছর
২৪. বাংলাদেশের আইনসভার নাম কি?
উত্তর: গ) জাতীয় সংসদ
২৫. সংসদ ভেঙ্গে যাওয়া ব্যতীত অন্য কোনকারণে সংসদের সদস্য পদ শূন্য হলে, পদটি শূন্য হবার কত দিনের মধ্যে নির্বাচন করতে হবে?
উত্তর: খ) ৯০ দিন
২৬. কোন বিলে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেবার সময়সীমা কতদিন?
উত্তর: গ) ১৫ দিন
২৭. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
উত্তর: গ) নির্বাচন কমিশন
২৮. বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদান করেন-
উত্তর: খ) বাংলাদেশের রাষ্ট্রপতি
২৯. একজন হানাফি মুসলিম তার মোট সম্পত্তির সর্বোচ্চ কত অংশ হেবা করতে পারে?
উত্তর: খ) সম্পূর্ণ অংশ
৩০. হিন্দু আইনে অনুমোদিত বিবাহ কত প্রকার?
উত্তর: খ) ৪ প্রকার
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top